গঙ্গা ফড়িং ২৩ শে জুন ১৭৫৭, পলাশীর আমবাগান । সবেমাত্র পলাশীর যুদ্ধ শুরু হয়েছে । ণবাব সিরাজের নেতৃত্বে পঞ্চাশ হাজার সৈন যুদ্ধে নিজেদের প্রাণ দেওয়ার জন্যে প্রস্তুত । আর উল্টোদিকে কর্নেল রবার্ট ক্লাইভ এর কাছে মেরে কেটে সাড়ে সাতশ থেকে হাজার সৈন তাও ইংরেজ ও ভারতীয় সিপাই মিলে । ক্লাইভের ইংরেজি হুংকারের প্রত্যুতারে সবে মাত্র নবাব হাতে তলোয়ার নিয়ে একটা গম্ভীর হুংকার ছেড়েছেন । হঠাৎ একটা গঙ্গা ফড়িং এসে সোজা নবাব সিরাজের নাকের উপরে বসল । এতবড় স্পর্ধা , যুদ্ধের ময়দানে নাবাবের নাকে গঙ্গা ফড়িং । সেটা মোটেও সহ্য হলোনা । বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা কিনা নাকের উপর গঙ্গা ফড়িং নিয়ে যুদ্ধ করবেন । আর কি, গঙ্গা ফড়িংটাকে নাবাবের নাক থেকে তুলে সোজা কেরসিনের আলোর কাঁচে চেপে ধরতে যাব কি, মাথার পিছনে এক চাঁটি । চমকে উঠে ভাবলাম, -একি যুদ্ধ তো আমার ইতিহাস বইয়ের পাতায় চলছে তাহলে..... । বুঝলাম মা আমাদের পিছনে শুয়ে শুয়ে সব কিছু দেখছিল, -তোর এটা কি পড়া হচ্ছে? - -- না, পড়ছিলাম তো , একটা গঙ্গা ফড়িং এসে বই এর সিরাজের ছবির উপ...
Posts
Showing posts with the label ganga faring